গাল্লিবয়কে প্রধানমন্ত্রীর উপহার

২০ অক্টোবর, ২০১৯ ১১:৩৫  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরা উপহার পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘গাল্লিবয়’। এর পাশাপাশি রানা-তবীব জুটির গাল্লিবয় দলের পথশিশু শিল্পী রানার পড়াশোনার খরচও বহন করতে যাচ্ছে সরকার। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত দেশের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’ অনুষ্ঠানে প্রথমবারের মতো স্টেজ পারফরমেন্সের পর এমন তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রসঙ্গত, কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম ‘গাল্লিবয়’ নামের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব। তারপর থেকে 'গাল্লিবয়' রানা ইন্টারনেট জুড়ে ভাইরাল। সমাজিক নানা অসঙ্গতি নিয়ে শানিত কথায় তাদের হিপ্পি ঘরনার গানে ‘গাল্লিবয়’ সাড়া ফেলার পর তারা ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’ শিরোনামের আরও দুইটি গান প্রকাশ করে। সেগুলোও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশেষ বুয়েট ছাত্র আবরারকে উৎসর্গ করে তারা প্রকাশ করেছে নতুন গান ‘হিপহপ পুলিশ’। এ ভিডিও গানটিও দুই লক্ষের ওপর ভিউ হয়েছে।